ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

ঐতিহাসিক মুহূর্ত, মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলেন তারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২৪  

ঐতিহাসিক মুহূর্ত, মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলেন তারা

ঐতিহাসিক মুহূর্ত, মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলেন তারা

মহাকাশ ভ্রমণের এ এক ঐতিহাসিক মুহূর্ত! বিশ্বের প্রথম ব্যক্তিগত স্পেসওয়াক মিশন ‘পোলারিস ডন’ সফল হয়েছে।ধনকুবের ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের জন্য এটি একটি বড় সাফল্য। স্পেসএক্সের মানব মিশন পৃথিবীতে ফিরে এসেছে। আর সেই সাফল্যকে কেন্দ্র করে টুইট করেছেন মাস্ক। ‘পোলারিস ডন’ মিশনের মহাকাশচারীরা অবশেষে মহাকাশে পাঁচ দিনের মিশন শেষের ইতিহাস গড়ে নিরাপদে পৃথিবীতে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। চার মহাকাশচারীকে বহনকারী স্পেসএক্সের ‘ক্রু ড্রাগন’ ক্যাপসুলটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে অবতরণ করে।

অবতরণের পরে তারা বলেন, ‘এই অভিজ্ঞতা ভোলার নয়। আমাদের চারজনকে নিয়ে যাওয়ার জন্য পোলারিস ডনকে অনেক অনেক ধন্যবাদ।’

এটি স্পেসএক্সের জন্য একটি বড় মাইলফলক। স্পেসওয়াকের অংশ হিসাবে আইজ্যাকম্যান এবং মিসেস গিলিস প্রত্যেকে প্রায় ১৫ মিনিটের জন্য মহাকাশযানটি ছাড়া হয়েছিল। সেটিকে হ্যাচের সঙ্গে আটকানো ছিল। তারপরে চার নভোচারী হেঁটে বেরান মহাকাশে। 

মহাকাশে যেতে হলে কাড়ি কাড়ি টাকা গুনতে হয়। স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে একটি আসনের দাম প্রায় ৫৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬৫৭.১৬ কোটি টাকারও বেশি। তবে শুধুই খরচ নয়, স্পেসওয়াকে যাওয়ার জন্য ব্যক্তির  শারীরিক এবং মানসিক ক্ষমতা দেখে, তারপরেও পাঠানো হয়।

সর্বশেষ
জনপ্রিয়