ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

কবিতা : এই যে তুমি আছো এই যে তুমি নেই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২৪  

কবিতা : এই যে তুমি আছো এই যে তুমি নেই

কবিতা : এই যে তুমি আছো এই যে তুমি নেই

এই যে তুমি আছো এই যে তুমি নেই

এই যে তুমি আছো
এই যে তুমি নেই
তোমার ভালোবাসা যেন বিচ্ছেদ বিরহেই।

মন ও মননে পার্থক্যগুলো গুনে গুনে
মিলগুলো অমিল হলো
বলো কার লাভ
কার ক্ষতি, এ প্রহসনে,
এ ব্যথার আগুনে পুড়ে পুড়ে
আমি বা নিঃশেষ হলাম তোমার কারণে।
বলো কার লাভ
কার ক্ষতি, এ প্রহসনে।

যে পোড়ায় সেও পোড়ে অনন্ত দাহনে
এসো ভালোবাসা, এসো হে প্রেম।
যা কিছু সুন্দর তোমায় দিলেম।
হে আমার প্রেম, যা কিছু সুন্দর তোমায় দিলেম।

তোমার যা আছে, অথবা নেই
আমার তো সব গেছে হারিয়ে সেই কবেই।

চাওয়া-পাওয়ার হিসাব বড় বেহিসাবি খাত
তার চেয়ে ভালো ঘুমহীন একাকিত্বের রাত।

তোমার যা আছে, অথবা নেই
আমার তো সব গেছে হারিয়ে সেই কবেই।

যদি ভুলে যাই, নতুন করে সাজাই
সব কিছু, যতটুকু পেয়েছি অনাদর।
তোমার ছায়া ও কায়া, যদি মুছে যায় বিরহ গাথা
ক্ষমা করো সে সুন্দর।

তোমার যা আছে, অথবা নেই
আমার তো সব গেছে হারিয়ে সেই কবেই।

এই যে তুমি আছো
এই যে তুমি নেই
তোমার ভালোবাসা যেন বিচ্ছেদ বিরহেই।

সর্বশেষ
জনপ্রিয়