নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে আরেকটি মামলা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৫:২০ পিএম, ৩০ আগস্ট ২০২৪ শুক্রবার

নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে আরেকটি মামলা

নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে আরেকটি মামলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি এবং সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরবে আরেকটি মামলা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগের ৯৩ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার ভৈরবপুর গ্রামের মতি মিয়ার ছেলে রুবেল মিয়া ভৈরব থানায় মামলাটি করেন।ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে ছাত্রদের ওপর গুলি, ককটেল, পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয় এবং ভৈরবে বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয় ঢুকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে মামলাটি করা হয়েছে।এ নিয়ে নাজমুল হাসান পাপনসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার ভৈরবে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে নাজমুল হাসান পাপনসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভৈরবে পৌরসভার কমলপুর এলাকার আলম সরকার নামে এক ব্যক্তি ভৈরব থানায় মামলাটি করেন।