ময়মনসিংহের গৌরীপুর থানা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার

ময়মনসিংহের গৌরীপুর থানা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

ময়মনসিংহের গৌরীপুর থানা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর থানা পরিদর্শন করেন।এসময় তাঁর সাথে ছিলেন- এডিশনাল ডিআইজি সৈয়দ আবু সায়েম, (বিপিএম) সেবা, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো: আজিজুল ইসলাম।

ডিআইজিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম।

এর আগে তিনি গৌরীপুর থানায় পৌঁছালে তাঁকে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদর্শন করেন। পরে তিনি থানার সার্বিক খোঁজ খবর নেন ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।