হত্যা মামলা : সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:২৬ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪ রোববার

হত্যা মামলা : সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

হত্যা মামলা : সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

রাজধানীর আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে তাকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া। তিনি জানান, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে র‌্যাব ১২টার দিকে আদাবর থানায় হস্তান্তর করে। ফরহাদ হোসেনকে কোথায় থেকে কখন আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে র‌্যাব জানিয়েছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে আদাবর থানায় সোপর্দ করা হয়েছে।