সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১১৭ কোটি ডলার

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:২৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১১৭ কোটি ডলার

সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১১৭ কোটি ডলার

চলতি সেপ্টেম্বর মাসের গত ১৪ দিনে প্রবাসীরা ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। যা আগস্ট মাসের একই সময়ের চেয়ে বেশি। গতকাল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৯ কোটি ৭২ লাখ ৭০ হাজার ডলার।

বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ ৮ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার। এতে আরও বলা হয়, আগস্টের ১৪ দিনে দেশে এসেছিল ১১৩ কোটি ৪২ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। এর আগে গত জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল। অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।