কবিতা : পাখির মাংস ভক্ষণে

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

কবিতা : পাখির মাংস ভক্ষণে

কবিতা : পাখির মাংস ভক্ষণে

পাখির ডাকে থাকে নিষ্পাপ গল্প
সুরে থাকে নির্মোহ, নির্লোভ, মোহহীন ভালোবাসা
তারপরও আমরা পাখি শিকারি।

পাখির ঘুমে থাকে নিস্তরঙ্গ স্বপ্ন
ওড়ায় থাকে নির্ভার, নির্লিপ্ত, নেশাহীন প্রয়োজন
তারপরও আমরা পাখি পোষক।

পাখির চোখে থাকে নির্জন অভিলাষ
খাওয়ায় থাকে নির্মল, নির্মিতি, ত্রিমাত্রিক টট্টর
তারপরও আমরা পাখি গোঁসাই।

আমরা মানুষ
পাখির মতো উড়তে চাই
পাখির চোখে দেখতে চাই
পাখির মতো গাইতে চাই
অথচ, অধিক প্রোটিনের লোভে
পাখির মাংস ভক্ষণে হয়ে যাই বাঘ।