কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:২২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মডেল থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হোসনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার।

পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুল্লাহ খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিপ্লব কুমার সাহা, সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুজিৎ সাহা, সাধারণ সম্পাদক জনি সাহা, কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, সদস্য সচিব মাইনুল হক মেনু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দিলীপ কুমার সাহা ও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।
এ বছর অত্র উপজেলায় ৩২টি মন্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ৯ অক্টোবর ষষ্ঠিপূজার মাধ্যমে দুর্গোৎসব শুরু হবে এবং ১৩ অক্টোবর বিসর্জনের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটবে।