গোলাম দস্তগীর গাজী আরও পাঁচ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:২৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার

গোলাম দস্তগীর গাজী আরও পাঁচ দিনের রিমান্ডে

গোলাম দস্তগীর গাজী আরও পাঁচ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা পারভেজ হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর করা হয়। গতকাল বিকালে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে ওঠানো হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ নিয়ে তাকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট  সাখাওয়াত হোসেন খান বলেন, ফতুল্লা থানার দায়ের করা পারভেজ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে ১০ দিন রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম ও গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদসহ (টিটু) ১৭৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৮০ জন আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। শামীম ওসমানের নির্দেশে আসামিরা ককটেল বিস্ফোরণ ও গুলি করেন। পারভেজ ওই স্থান অতিক্রম করার সময় অয়ন ওসমান অস্ত্র দিয়ে তাকে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন বাদী।

এর আগে গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের নিহত শফিকুল ইসলাম শফিক ও বাবুল হত্যা মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও  সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।

তার আগে গত ২৫ আগস্ট দিবাগত রাতে ঢাকা শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপগঞ্জে গুলিতে নিহত দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড নিয়েছিল।