ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২৪  

ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা

ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা

ইসরায়েল সেনাবাহিনীতে পদত্যাগের ঢেউ উঠেছে। এবার পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান হারজি হালেভি।স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলির ইসরায়েলে অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগপত্র জমা দিতে চলেছেন তিনি। ডিসেম্বরের তিনি এই পদত্যাগপত্র জমা দিতে পারেন।

ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণের কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থতার তদন্তের উপসংহারেই এই সিদ্ধান্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, হালেভি তার সহযোগীদের সাথে কথোপকথনের সময় তার পদত্যাগের পরিকল্পনা প্রকাশ করেছিলেন

ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব। এ সময়ে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন।

সারিয়েলে ইসরায়েল সেনাবাহিনীর সাত শীর্ষ কর্মকর্তাদের একজন। তিনিও ৭ অক্টোবরের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে ইউনিট কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়।গত তিন মাসে ইসরায়েলি সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা পদত্যাগ করেছেন।

সর্বশেষ
জনপ্রিয়