ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

কবিতা : অনুপস্থিতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ১০ সেপ্টেম্বর ২০২৪  

কবিতা : অনুপস্থিতি

কবিতা : অনুপস্থিতি

‍“সেখানে গিয়েছিলাম আমি 
যেখানে আমাদের শেষ দেখা হয়েছিল।
কিছুই বদলায়নি সেখানে,
বাগানগুলো ছিল আগের মতোই পরিপাটি, 
ঝর্ণাগুলো জল ছিটাচ্ছিল স্থির গতিতে
ঠিক আগের মতোই;

কোনো চিহ্নই ছিল না সেখানে
কিছু শেষ হয়ে যাওয়ার,
কিছুই ছিল না, যা আমাকে নির্দেশ দিচ্ছিল
অতীতকে ভুলে যেতে। 

ভাবনাহীন পাখিগুলো
গাছগুলোর  মধ্য থেকে
আনন্দের গান গাইতে গাইতে
বেরিয়ে যেতে যেতে কেবল 
আমার চিন্তার মধ্যে
একটা  ধূর্ত খেলা খেলছিল।

আমি নিশ্চিত যে
সেই আনন্দময়তার মধ্যে
বেদনার্ত হবার কোনো উপাদান 
অথবা কোনো অনৈক্য ছিল না,
যা মৃদুমন্দ বাতাসকে নাড়িয়ে দিতে পারে।

শুধুমাত্র  জায়গাটা ঠিক
আগের জায়গা হবার কারণে
তোমার অনুপস্থিতিকে মনে হচ্ছিল
বন্য শক্তির মতো প্রবল,
কারণ সকল নম্রতার নীচ দিয়ে
সেখানে উপস্থিত হয়েছিল
একটা ভূমিকম্পের শিহরণ:
এবং ঝর্ণা, পাখি ও ঘাসেরা
আমি তোমার নাম মনে করায় কাঁপছিল।”

সর্বশেষ
জনপ্রিয়