ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

কবিতা : তুমি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪  

কবিতা : তুমি

কবিতা : তুমি

তুমি

তুমি না হয় শেষ বিকেলের শিউলি হয়ে থেকো,
মনের খাতায় আমার নামে রাগ জমিয়ে রেখো।
আমি না হয় বৃষ্টি হয়ে ঝরবো তোমার গায়ে,
সেদিন তুমি জল মাড়িও আলতা রাঙা পায়ে!

তুমি না হয় জোনাক হলে নীল জোছনার রাতে,
পাঁজর ভরা ভালোবাসায় মুক্ত আকাশ পেতে।
আমি না হয় জ্যোৎস্না হয়ে রইবো আরও পাশে,
সেদিন আমায় মিশিয়ে নিয়ো তুমি কাছে এসে!

তুমি না হয় দহন দিনে সবুজ পাতার মতো,
ঘুচিয়ে দিয়ো এক জীবনে আমার দুঃখ যত।
আমি না হয় পথিক হয়ে তোমার ছায়া পাবো,
অগ্নিদহন পথ মাড়িয়ে তোমার কাছে যাবো!

তুমি না হয় সাতরঙা এক প্রজাপতি হলে,
উড়ে উড়ে বসলে গিয়ে নানা রঙিন ফুলে।
আমি না হয় ঘাসের বুকে বুনো ফুলই হবো,
আসবে কখন সে আশাতে পথ চেয়ে রবো!

****

সর্বশেষ
জনপ্রিয়