ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

কবিতা : বৃষ্টির শাসনে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২৪  

কবিতা : বৃষ্টির শাসনে

কবিতা : বৃষ্টির শাসনে

শরৎ-সন্ধ্যায় শ্রাবণের ঘন-মেঘ ঘুরে-ফিরে,
রবির আলো নিভিয়া মেঘের ভেলারা ভাসে।
সন্ধ্যাবেলায় বারি ঝরে শরতের কান্নার সুরে,
আজ বুঝি মেঘের শাসনে শরৎ এলো চলে!

ভাদর মাসের বৃষ্টি এলো ঝনঝন টিনের চালে,
দোলনচাঁপার রূপে আজ আগুন জ্বলে বৃষ্টি-জলে।
কালো-মেঘের কঠিন কথায় বৃষ্টি ঝরে সঙ্গোপনে,
অম্ভরেতে মেঘ-মেদুরের লুকোচুরি খেলা চলে।

নবীন ধানের মঞ্জুরিতে প্রজাপতির ঘর ভাঙে,
সন্ধ্যা-রাতে অবেলাতে শারদ-লক্ষ্মীর রূপ ঝরে।
গায়ের বধূ শরৎ এলো কেশ ভিজিয়ে শ্রাবণ-জলে,
নিশীথ-রাতে শরৎ নামের বৃষ্টি বহে যার চোখে।

সর্বশেষ
জনপ্রিয়