ঢাকা, রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

কবিতা : হৃদয়ে দ্রোহের সূর্যোদয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ৩১ আগস্ট ২০২৪  

কবিতা : হৃদয়ে দ্রোহের সূর্যোদয়

কবিতা : হৃদয়ে দ্রোহের সূর্যোদয়

মানব শিরদাঁড়ায় আস্ত আকাশ ঠায় দাঁড়িয়ে আছে—
নক্ষত্রের মতো লাটাইহীন ঘুড়ি হয়ে ঘুরপাক খাচ্ছি
সৌরজগত, গ্যালাক্সী হয়ে তারপর—অনন্ত অভিযাত্রী!
পৌরাণিক জীবাশ্ম এ খোদাই করা আছে ভাগ্যলিপি।
কালের স্রোতে পাপের ঢেউয়ে ভাসে মায়ার সংসারে।

অন্ধকার উপাখ্যানে নিকোটিনের নেশায়
লালায়িত পাপ নিয়ে প্রেয়সী বুঁদ হয়ে থাকে।
কাঙ্ক্ষিত ভোরের দুঃসাহসে স্বর্গোদ্যান রক্তাক্ত হয়
পাঁজর ভরা রক্ত লোহিত কণায় জোয়ার ওঠে নতুন বিপ্লবের
যেন এক অন্ধকার সাগর পেরিয়ে অনন্ত দুঃসাহসের সূর্যোদয়।

সর্বশেষ
জনপ্রিয়