ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

কিশোরগঞ্জ জেলার সোলমারা উন্মুক্ত বিলে ও উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ২৯ আগস্ট ২০২৪  

কিশোরগঞ্জ জেলার সোলমারা উন্মুক্ত বিলে ও উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত

কিশোরগঞ্জ জেলার সোলমারা উন্মুক্ত বিলে ও উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত

কিশোরগঞ্জ সদর উপজেলা মৎস অফিসের ২০২৪/২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় গতকাল বুধবার দুপুরে সোলমারা বিলে ও উপজেলা পরিষদের পুকুরে দেশীয় জাতের রুই, কাতল ও মৃগেলের ৪৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্য বিভাগের পরিচালক রেজাউল করিম, ঢাকা বিভাগের মৎস্য অফিসের সিনিয়র সহকারী অফিসার শহীদুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা মৎস্য অফিসার শহীদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রাসেল, সদর উপজেলার সিনিয়র  মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী প্রমুখ।কিশোরগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস অফিসার আ.ন.ম. আশরাফুল কবীর জানান, সোলমারা বিল ও উপজেলা পুকুরসহ তেরটি প্রতিষ্ঠানের মধ্যে  ৪৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উৎসুক স্থানীয় লোকজন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়