ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

চকবাজার থানার মামলায় ছাত্রলীগ নেতা সৈকত পাঁচ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২৬ আগস্ট ২০২৪  

চকবাজার থানার মামলায় ছাত্রলীগ নেতা সৈকত পাঁচ দিনের রিমান্ডে

চকবাজার থানার মামলায় ছাত্রলীগ নেতা সৈকত পাঁচ দিনের রিমান্ডে

চকবাজার থানার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে  ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গতকাল রোববার ঢাকার সিএমএম আদালতের বিচারক আরোবিয়া খানম এ রিমান্ড মঞ্জুর করেন।এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি তানভীর হাসান সৈকতকে অত্র মামলায় শ্যোন এরেস্ট পূর্বক ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণে বলা হয়, বাদীর ছেলে মো. তাহমিদ মুবিন রাতুল (২০) গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। সেখানে অবস্থানকালে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বাদীর ছেলে রাতুল ও তার বন্ধু-বান্ধবদের একটি অংশ ছত্রভঙ্গ হয়ে চানখারপুলে অবস্থান করলে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা তাদের বিকেল ৫টার দিকে ধাওয়া করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে রাতুলের পায়ে গুলি লাগে। পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় রাতুলের পায়ে ৯টি সেলাই দেওয়া লাগে।বর্তমানে রাতুল জাতীয় অর্থপেডিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়