ঢাকা, রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

ছড়া : প্রিয় ছেলেবেলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ৩০ আগস্ট ২০২৪  

ছড়া : প্রিয় ছেলেবেলা

ছড়া : প্রিয় ছেলেবেলা

প্রিয় ছেলেবেলা

শহর পেরিয়ে অনেক দূরের ছোট্ট একটি গ্রামে
সোনাঝরা রোদ পাতার ফাঁকে ভোরের শিশির নামে,
পাখিদের ডাক কিচির মিচির ছন্দে নতুন তাল
সবুজে মোড়ানো মাঠের প্রান্তে গরু থাকে এক পাল।

সেই গাঁয়েতে বেড়ে ওঠা মোর পড়াশোনা পাঠশালে
আম জাম তাল লিচু পেড়েছি, মাছ ধরেছি খালে,
দৌড়-ঝাঁপ আর দলবেঁধে সবে সাঁতরে পুকুর জলে
গল্পের ঝুঁলি খুলে বসতাম বিকালে বটের তলে।

আহা! কী সুখের দিনগুলো সব পেরিয়ে শহরে থাকি
সময়ের খাতা খুলে দেখি আর স্মৃতির পাতায় আঁকি,
চোখে ভেসে আসে রঙিন দিনের নানান রঙের খেলা
আহা শৈশব, আহা প্রিয় গ্রাম, আহা প্রিয় ছেলেবেলা।

****

সর্বশেষ
জনপ্রিয়