ঢাকা, রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

ড. ইউনূসের সঙ্গে সংলাপ করেছে জাতীয় পাটি ও গণফোরাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ৩১ আগস্ট ২০২৪  

ড. ইউনূসের সঙ্গে সংলাপ করেছে জাতীয় পাটি ও গণফোরাম

ড. ইউনূসের সঙ্গে সংলাপ করেছে জাতীয় পাটি ও গণফোরাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সংলাপে অংশ নিয়েছে জাতীয় পাটি ও গণফোরামের শীর্ষ নেতৃবৃন্দ। শনিবার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সরকারি গেস্ট হাউজ যমুনায় গিয়ে রাজনৈতিক সংলাপে অংশ নেন তারা। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন। গণফোরামের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন। তার প্রতিনিধি দলে ছিলেন, মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, এসএম আলতাফ হোসেন, মিজানুর রহমান, জগলুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আবদুল কাদের ও মোশতাক আহমেদ। 

এছাড়া জাতীয় পার্টির নেতৃত্বে দেন জিএম কাদের। তার প্রতিনিধি দলে ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, মজিবুর রহমান চুন্নু, মাশরুর মওলা ও সাইফুদ্দিন আহমেদ মিলন।

এদিকে এদিন ৩টা থেকে ৭টি ইসলামী দলের সঙ্গে মতবিনিময় শুরু করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলগুলো হলো- ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন এবং নেজামী ইসলাম।বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা পাঁচঘণ্টা এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়