ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

নেত্রকোণার দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ২৬ আগস্ট ২০২৪  

নেত্রকোণার দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

নেত্রকোণার দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদ ও দশভূজা বাড়ী মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কৃষ্ণ পূজা ও গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে শ্রী শ্রী দশভূজা মন্দির প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা এর সভাপতিত্বে উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল এর সঞ্চালনায় শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি ঈমাম হাসান আবুচান, সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা বিএনপি‘র যুগ্নআহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মো. রাশেদুল ইসলাম, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি রনজিত সেন, বিএনপি নেতা মো. হারেজ গনি, ফজলুর রহমান রুনু, সম্রাট গনি, মো. সাদেক, রুক্কু মিয়া, পুজা উদযাপন পরিষদ নেতা এডভোকেট সুরঞ্জন দা, গবিন্দ দেবনাথ, সুবল দে, বাপ্পি সাহা, অসিম সাহা, মিন্টু সাহা, প্রদীপ দাস, লিংকন চন্দ, টুকন সরকার, হরি চন্দন, বজেন্দ্র সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার প্রমুখ।আলোচনা শেষে আগত ভক্তবৃন্দের অংশগ্রহনে লীলা কীর্তন, মহাপ্রসাদ বিতরন ও বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা এবং মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা সহ এক শোক প্রস্তাব করা হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়