ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

ভারতে টাইগারদের সফল হতে মিরাজ দিলেন ‘মন্ত্র’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ৯ সেপ্টেম্বর ২০২৪  

ভারতে টাইগারদের সফল হতে মিরাজ দিলেন ‘মন্ত্র’

ভারতে টাইগারদের সফল হতে মিরাজ দিলেন ‘মন্ত্র’

ভারত সফরে টেস্ট ও টি-২০ সিরিজে বাংলাদেশ কেমন করবে, প্রত্যাশার চাপ কতটা থাকবে, এসব নিয়ে চলছে নানা জল্পনা। সম্প্রতি সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর টাইগার ক্রিকেটারদের প্রতি সমর্থকদের আকাঙ্ক্ষা বেড়েছে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সেটি উপলব্ধি করছেন। শক্তিশালী টিম ইন্ডিয়ার বিপক্ষে সাফল্য পেতে যেন নিজস্ব মন্ত্রই দিয়ে বসলেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের লাল বলের সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড দিয়েছে ভারত। প্রতিপক্ষের ঘরের মাঠ ও শক্তির বিচারে তাদের এগিয়ে থাকার বাস্তবতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবুও নিজেদের পারফরম্যান্সটা ধরে রাখতে পারলে ইতিবাচক ফলের আশায় রয়েছে মিরাজ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দেখুন টেস্ট ক্রিকেটে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো।’ 

‘ব্যাটসম্যানরাও অনেক ভালো। ওদের যে ধরনের উইকেটটা থাকে, সেখানে আমরা আগে খেলেছি। উইকেটের আচরণ সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। আমার মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি সেভাবে যদি থাকি, ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে।’

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতে আসায় দলের প্রতিটি খেলোয়াড় এখন বেশ উজ্জীবিত। সেখান থেকে প্রেরণা নিয়েই সবাই ভালো ফলের আশায় বুক বাঁধছেন বলেই জানালেন টাইগার অলরাউন্ডার। 

‘আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে। যখন আমরা ওদের সঙ্গে লড়াই করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে লড়াই করতে পারি।’

সর্বশেষ
জনপ্রিয়