ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

ভয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ৯ সেপ্টেম্বর ২০২৪  

ভয়

ভয়

“অস্তিত্বের সত্যিকারের ভয়াবহতা
কোনো মৃত্যুভয় নয়,
সেটা হলো জীবনের ভয়,
হলো একইধরনের সংগ্রাম, হতাশা
ও বেদনার মুখোমুখি হবার
ভয় নিয়ে
প্রতিদিন সকালে জেগে ওঠা। 
এটা হলো সেই ভয়
যে আদতে কিছুই বদলাবে না,
সেই ভয়
যে ভোগান্তির এমন বৃত্তে
তুমি বন্দী হয়ে আছ,
যেখান থেকে তুমি পালাতে পারবে না।
এবং, এই ভয়ের মধ্যে
থাকে একটা প্রবল মরিয়া ভাব,
থাকে কোনোকিছু বা যাকিছুর জন্যে প্রত্যাশা,
থাকে গতানুগতিকতাকে ভেঙে ফেলার 
ও প্রতিদিনের অন্তহীন পুনরাবৃত্তিগুলোতে
অর্থ নিয়ে আসার বাসনা।”

সর্বশেষ
জনপ্রিয়