ঢাকা, রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

রোনালদোকে রেখেই নেশনস লিগের দল সাজাল পর্তুগাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ৩১ আগস্ট ২০২৪  

রোনালদোকে রেখেই নেশনস লিগের দল সাজাল পর্তুগাল

রোনালদোকে রেখেই নেশনস লিগের দল সাজাল পর্তুগাল

ক্যারিয়ারের সায়াহ্নে এসেও ফুটবল মাঠে দাপট দেখিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বর্ষী ফুটবলার সম্প্রতি ক্যারিয়ারে ১০০০ গোল করার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন। পর্তুগিজ মহাতারকা এ বছর ইউরো চ্যাম্পিয়নশিপে বিবর্ণ পারফরম্যান্স দেখালেও তার উপর আস্থা রাখছেন কোচ রবের্তো মাটিনেজ। উয়েফা নেশনস লিগের দুই ম্যাচের জন্য সিআর সেভেনকে তিনি দলে রেখেছেন।

আগামী সেপ্টেম্বরে নেশনস লিগে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। স্কোয়াডে নতুন মুখ জিওভানি কায়েন্দা, থিয়াগো সান্তোস ও রেনেতো ভেইগা।

এবারের আসরে লিগ ‘এ’-তে এক নম্বর গ্রুপে রয়েছে পর্তুগাল। রোনালদোর দলের ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড ছাড়াও  আরেক গ্রুপসঙ্গী পোল্যান্ড। প্রতিটি দল হোম-অ্যাওয়ে ভিত্তিতে ৬টি ম্যাচ খেলবে। চার দলের মধ্যে দুইটি দল কোয়ার্টার ফাইনালে পা দেবে। গ্রুপের পয়েন্ট টেবিলের তৃতীয় দলকে খেলতে হবে বাছাইয়ের প্লেঅফ। চতুর্থ দলের লিগ ‘বি’তে অবনমন হবে।

পর্তুগাল স্কোয়াড:  

গোলরক্ষক: ডিয়েগো কস্তা, হোসে সা, রুই সিলভা। 
ডিফেন্ডার: রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, রেনাতো ভেইগা, গঞ্জালো ইনাসিও, থিয়াগো সান্তোস, ডিয়েগো দালোতট, নুনো মেন্দেস, নেলসন সেমেদো। 
মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফের্নান্দেস, বের্নান্দো সিলভা, রুবেন নেভেস। 
ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, পেদ্রো গনকালভেস, রাফায়েল লিয়াও, জিওভানি কুয়েন্দা, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো, ডিয়েগো জোতা।

সর্বশেষ
জনপ্রিয়