ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

শেরপুর জেলায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২৪  

শেরপুর জেলায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুর জেলায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ

ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) সদস্যদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।গতকাল ১৩ সেপ্টেম্বর শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পায়রা চৌধুরী।

ডপস প্রতিষ্ঠাতা শাহিন মিয়া, বিএসপি’র পরিচালনায় অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল, বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, ডপস সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব:), শ্রীবরদী প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্য রাসেল, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য আব্দুল হাকিম প্রমূখ।
জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ নবম ও দশম শ্রেণীর ৬৭ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়