ঢাকা, রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

সাফের ফাইনালের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ২৭ আগস্ট ২০২৪  

সাফের ফাইনালের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

সাফের ফাইনালের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে অবশ্য লাল-সবুজের দল পেয়েছে দুঃসংবাদ। গুরুতর চোট পাওয়ায় দেশে ফিরছেন অধিনায়ক ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।কাঠমান্ডুর আলফা কমপ্লেক্সে টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের ৬৯ মিনিটে চোট পেয়ে শ্রাবণ মাঠ ছাড়েন। এরপর বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামেন মোহাম্মদ আসিফ। টাইব্রেকারে তার দৃঢ়তায় ফাইনালের টিকিট কাটে মারুফুল হকের শিষ্যরা।

বাংলাদেশ দলের ম্যানেজার খন্দকার রকিবুল ইসলাম শ্রাবণের চোট নিয়ে বলেন, ‘চোখের নিচে সে বেশ আঘাত পেয়েছে । এখানকার ডাক্তারদের পরামর্শ, তার সার্জারি প্রয়োজন। আমাদের সিদ্ধান্ত, সেটা দেশেই করানো হবে। কাল রাতে হাসপাতালেই ছিল, এখন এয়ারপোর্টে রয়েছি। টিকিট পেলে আজ, না হলে কাল তাকে দেশে পাঠানো হবে। এমনিতে তার অবস্থা এখন স্বাভাবিক রয়েছে।’ 

বুধবার নেপালের বিপক্ষে ফাইনালে নামবে আসরে টানা তিনবারের রানার্সআপ টাইগার যুবারা। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ।

সর্বশেষ
জনপ্রিয়