ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, কাঁপল ইসরাইল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ১৩ সেপ্টেম্বর ২০২৪  

হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, কাঁপল ইসরাইল

হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, কাঁপল ইসরাইল

সীমান্ত নিয়ে চলমান দ্বন্দ্বের মধ্যেই ইসরাইলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেশ কয়েকটি রকেট প্রতিহত করার দাবিও করেছে ইসরাইল।বৃহস্পতিবার ইসরাইলের উত্তরাঞ্চলে আবারও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এ হামলায় পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুটি জায়গায় আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে লেবাননের ছোড়া ১৫টি রকেটের বেশ কয়েকটি প্রতিহত করার দাবি করেছে ইসরাইল।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলের মালিকিয়াহ সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এছাড়া রোশ হা-নিকরা এবং মেৎজুভা এলাকার বসতিগুলোও তাদের লক্ষ্যের অন্তর্ভুক্ত ছিল। যদিও ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আক্রমণগুলো প্রতিহত করতে সক্ষম হয়।

লেবানন-ইসরাইল সীমান্তে পাল্টাপাল্টি হামলা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। নিজেদের সর্বস্ব নিয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে লেবানন। 

নিরীহ গাজাবাসীর আর্তনাদ যতদিন না থামছে, ততদিন ইসরাইলে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে হিজবুল্লাহ।

সর্বশেষ
জনপ্রিয়