ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপে মেসেজ-কল করা যাবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৪  

হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপে মেসেজ-কল করা যাবে

হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপে মেসেজ-কল করা যাবে

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিজেদের পরিসেবাকে ব্যবহারকারীদের জন্য আরও সহজ করছে প্রতিনিয়ত। এবার নিজেদের অ্যাপ থেকে অন্য অ্যাপে প্রবেশের সুযোগ করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধা চালুর জন্য নিজেদের অ্যাপে ‘থার্ড পার্টি চ্যাটস’ নামে নতুন বিভাগ যুক্ত করছে মেটার এই প্রতিষ্ঠানটি।

নতুন বিভাগটিতে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রাম, সিগন্যাল, ইমেসেজ, গুগল মেসেজে বার্তা আদান-প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা। তবে সুবিধাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।  

হোয়াটসঅ্যাপ তাদের এই নতুন ফিচার ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখবে।  

মেটা তথ্যমতে, অন্য অ্যাপ থেকে আসা মেসেজ সম্পর্কে ব্যবহারকারীদের জানাতে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে নোটিফিকেশন পাওয়া যাবে। অর্থাৎ নোটিফিকেশনে জানিয়ে দেবে অন্য অ্যাপ থেকে একটি মেসেজ এসেছে। এখান থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন তারা মেসেজটি গ্রহণ করবেন নাকি বাতিল করবেন।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ২০২৭ সাল থেকে থার্ড পার্টি অ্যাপে কল করার সুবিধা পাবে বলে নিশ্চিত করেছে মেটা।

সর্বশেষ
জনপ্রিয়